কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় অপমৃত্যু সংক্রান্ত মামলা নিয়ে পুলিশের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল দশটায় পুলিশ সুপারের সম্মেলন কে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খায়রুল আলম। এ সভায় জেলার সাতটি থানার তদন্তকারী কর্মকর্তা ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত মামলা তদন্তকারী কর্মকর্তারা অপমৃত্যু মামলা তদন্তের েেত্র যে সকল সমস্যার সম্মুখীন হন সে সকল বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথি উপস্থিত সকলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামশ্য প্রদান করেন।
সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ খায়রুল আলম জানান, এখন থেকে মামলা তদন্ত আরো গতিশীল করতে প্রতি মাসে অপমৃত্যু মামলার তদন্তকারী কর্মকর্তাদের নিয়ে অন্তত দুটি সভা করা হবে। সভায় কোন হত্যার ঘটনাকে কেউ যাতে অপমৃত্যু মামলা হিসেবে চালিয়ে দিতে না পারে সে জন্য সবাইকে সর্তকতার সাথে তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি অপমৃত্যু মামলা তদন্তের েেত্র দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যথাযথভাবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা, যথাসময়ে লাশের ময়না তদন্তের ব্যবস্থা করা, অসনাক্তকৃত লাশের ছবি সংগ্রহ, বিধি মোতাবেক আলামত জব্দ করা এবং যথা সময়ে ময়না তদন্ত/ভিসেরা রিপোর্ট সংগ্রহর মাধ্যমে মামলার যাবতীয় কার্যক্রম সমাপ্ত করার নিদের্শনা প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মোঃ ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।