কুষ্টিয়ায় আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থী হলেন

0
126

স্টাফ রিপোর্টার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনের মধ্যে আওয়ামী লীগ তিনটি আসনের চুড়ান্ত মনোনিত প্রার্থীদের নাম ঘোষনা করেছে।

রবিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয়ে থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩শ আসনের চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষনা করেন।

কুষ্টিয়ার চার আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগের দলীয় চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। দল থেকে চুড়ান্ত মনোনিত প্রার্থীদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া- ১ আসন আ স ম ছরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এবং কুষ্টিয়া- ৪ আসনে সেলিম আলতাফ জর্জ রয়েছেন। তবে কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী থাকায় আসনটিতে কোন প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি।