কুষ্টিয়ায় আন্দোলনে নিহতদের পরিবারকে পাশে বিএনপি নেতা

0
53

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহতদের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ালেন বিএনপির নেতা।

রবিবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার সম্প্রতি সরকার বিরোধী আন্দোলনে নিহতদের বাড়িতে বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তিনি বলেন, দলের হাই কমান্ডের নির্দেশে নিহতদের পরিবারকে তিনি সহায়তা প্রদান করছেন। পরে আরো সাহায্য সহযোগিতা করা হবে। এ সময় তিনি বলেন, এসব পরিবারের শিক্ষার্থী সন্তানদের পড়ালেখার খরচ বহনসহ পরিবারগুলো যাতে স্বাচ্ছন্দ্যের সাথে জীবন যাপন করতে পারে সে ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন – প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ শপথ নিলেন

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মুহূর্তে কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত হন। ওইসব পরিবারের ক্ষত এখনো দগদগে। থামেনি কান্নার রোল। অনেকের সন্তান এখনো বাবার অপেক্ষায়। এরই মধ্যে রবিবার দুপুরে অর্থসহায়তা নিয়ে হরিপুর গ্রামের তিন নিহতের পরিবারের মাঝে উপস্থিত হন প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নিহত আশরাফুল ইসলামের স্ত্রী সাংবাদিকদের বলেন, আমার স্বামী যাওয়ার সময় বলেছিলেন শহীদ হতে যাচ্ছি। আল্লাহ তার মুখের কথা কবুল করেছেন। সে সবসময় চাইতো তার সন্তানরা মানুষের মতো মানুষ হোক। এখন আমাকে সেই স্বপ্নপূরণ করতে হবে।