কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় আবার করোনর দ্বিতীয় ডোজের টিকা দান শুরু হচ্ছে। তবে চাহিদার বিপরীতে টিকা কম থাকায় বিশৃঙ্খলার শঙ্কায় টিকাদান কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।
শুক্রবার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার থেকে পুলিশ প্রহরায় এই টিকা প্রদান করা হবে।
তিনি আরো জানান, প্রথম ডোজের ৫৬ দিন পর দ্বিতীয় ডোজ দেয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু টিকার মজুত শেষ হয়ে যায়। অনেকেই নির্ধারিত দিনে কুষ্টিয়া কলকাকলী স্কুলের টিকা দান কেন্দ্রে টিকা নিতে আসেন। কিন্তু টিকা না পেয়ে নোটিশ দেখে তারা ফিরে জান।
কুষ্টিয়ায় করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার জন্য অবশিষ্ট ২২ হাজার জনের মধ্যে শনিবার মাত্র ১ হাজার জনকে টিকে দেয়া হবে। আরও ১ হাজার জন পরবতী দুই-একদিনের মধ্যে টিকা পাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, কুষ্টিয়ায় ৬৭ হাজার ৪৮৬ জন করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ হাজার ৫১ জন। তাদের মধ্যে ২২ হাজার ৪৩৫ জন দ্বিতীয় ডোজ টিকা পাননি। ভাওয়েল শেষ হয়ে যাওয়ায় ১১ মে করোনার টিকাদান বন্ধ হয়ে যায়। ওই দিন ৮২৭ জনকে টিকা দেয়ার পরই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
সিভিল সার্জন এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, সে সময় অন্য জেলা থেকে আরও ৭ হাজার টিকার প্রতিশ্রæতি পাওয়া গেলেও পাওয়া যায় মাত্র ৫ হাজার ডোজ। শেষ পর্যন্ত টিকা দেয়া বন্ধ হয়ে যায় ১১ তারিখ সকালে।