কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় নতুন করে আরও একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মৃত ইদিল বিশ্বাস (৮২) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গরুরিয়া গ্রামের বাসিন্দা ।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও দেখুন প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা
তিনি বলেন, ইদিল বিশ্বাস ১৫ জুন নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইশোলসন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।
এ অব্দি জেলায় করোনা পজিটিভ হয়ে মৃত্যু হলো সাতজনের ।