কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা শহরসহ প্রতিটা উপজেলাতেই দিন দিন প্রাণঘাতী করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। করোনার এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কুষ্টিয়া জেলা শহরের লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
দীর্ঘ ১৫ দিনের লকডাউন শেষে বুধবার থেকে শহরের সমস্ত দোকানপাট-বিপনী বিতান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা অব্দি খোলা থাকবে।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী।
তিনি বলেন, বুধবার থেকে শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানপাটে স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে। এছাড়া যেসব বাড়িতে করোনা রোগী রয়েছে শুধুমাত্র সেসব বাড়ি আগের মতই লকডাউন থাকবে বলে জানান তিনি।
আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ
তবে কুষ্টিয়ার সুশীলসমাজ মনে করছেন, রেডজোনের তালিকাভুক্ত হবার পর থেকে দীর্ঘ ১৫ দিন ধরে চলা এ লকডাউন কার্যত ব্যর্থ হয়েছে। কারণ লকডাউন চলাকালে করোনা রোগী কমার চেয়ে বেড়েছে জ্যামিতিক হারে।
২৫ জুন থেকে ৭ জুলাই অব্দি কুষ্টিয়া শহরে ১৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ড এখন রোগিতে ঠাসা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ওয়ার্ডে আর মাত্র ৩টি শয্যা খালি আছে। যে হারে রোগীর সংখ্যা বাড়ছে তাতে আগামীতে তাদের চিকিৎসা দেওয়ায় মুসকিল হয়ে পড়বে বলেও জানা কর্তৃপক্ষ।