কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া বিএডিসি (সার) সহকারি ব্যক্তিগত কর্মকর্তা লুৎফুন নাহার রিনা (৩৫) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। করোনা আক্রান্ত হয়ে গত ২২ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার রিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রিনা মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামের আবু জাফরের মেয়ে এবং কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার রাসেলের সহধর্মীনী। সন্ধ্যায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রিনার স্বামী রাসেলও করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনার সাথে যুদ্ধ করে তিনি সুস্থ হলেও না ফেরার দেশে চলে গেলেন রিনা।