কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ৬ দিনে করোনা আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়ে। মৃত্যুর মিছিলের লাগামে কিছুটা টান পরায় শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। তবে এ সময় উপসর্গ নিয়ে কেউ মারা যাননি।
সোমবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপও একই রকম আছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সোমবার বেলা ১০ টা পর্যন্ত ১৮৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৪২ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৪৫ জন।
এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৮ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৭৯ ভাগ। তবে শেষ ৬ দিনে জেলায় মৃতের হার অনেকটা নিয়ন্ত্রনে বলেও দাবি করেন এই কর্মকর্তা। এ সময়ে প্রতিদিন গড়ে ৫ জনের মৃত্যু হয়ে।
জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৬ হাজার ৮৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৩৩ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৭৬ জন। নতুন করে শনাক্ত হওয়া ৫৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৪৬ জন, কুমারখালী উপজেলায় ৩জন, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলায় কোন আক্রান্ত নেই, মিরপুর উপজেলায় ২ জন এবং খোকসা উপজেলায় ৬ জন। জেলায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৫৩০ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ১৯৫ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৩৩৫ জন।