কুষ্টিয়া প্রতিনিধি
কোভিড-১৯ এর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।
কুষ্টিয়া জেলা পুলিশে কর্মরত সদস্যরা করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হোন। পুলিশ সুপারের তত্ত্ববধানে তাদেরকে পুষ্টিকর খাদ্য সামগ্রী সরবরাহ’সহ সার্বক্ষনিক খোঁজ-খবর নেন ।
এর আগে ৭ পুলিশ সদস্যের করোনা নমুনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করেন।
শনিবার করোনা জয়ী ৭ পুলিশ সদস্যকে কুষ্টিয়া পুলিশ লাইন্স হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। এ সময়ে করোনা জয়ীদের সাথে স্বাক্ষাৎ করেন এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। এ অব্দি ২জন নারী সদস্যসহ মোট ৮ পুলিশ সদস্য কোভিড-১৯ জয় করে পুনরায় কর্মে যোগদান করেছেন।
পুলিশ সুপার তানভীর আরাফাত বলেন, যারা কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে। যারা সুস্থ্য হয়েছে তাদেরকেও সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
আরও পড়ুন