কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। তবে শেষ ২৪ ঘন্টায় জেনারেল হাসপাতালে ৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর পর্যন্ত শুধু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৩২ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। যেখানে করোনা ইউনিটে বেড সংখ্যা মাত্র ১শ টি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা:তাপস কুমার সরকার জানান, সকাল ৮ থেকে পরের দিন সকাল ৮ টা পর্যন্ত আগে যেখানে ৭ থেকে ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে রবিবার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় চাপ সামাল দিতে তাদের রীতিমত হিমশিম খেতে হচ্ছে।
তিনি আরো জানান, সোমবার রাতের মধ্যেই ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হতে পারে।
এদিকে করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার কুষ্টিয়া জেলা জুড়ে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১২ টা এক মিনিট থেকে আগামী ২৭ জুন মধ্যরাত পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে বলে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে