কুষ্টিয়ায় কাভার্ডভ্যানচাপায় ২ জন নিহত

0
49

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানচাপায় দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার বহলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌড়হাস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহত দুজনের মধ্যে একজন ভ্যানচালক ও অন্যজন আরোহী। নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের।

আরও পড়ুন – দুনিয়া কাঁপানো অভ্যুত্থানের বছর ২০২৪

তিনি বলেন, কাভার্ডভ্যানটি কুষ্টিয়া শহর থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। পথে বহলবাড়িয়া এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ভ্যানচালক ও আরোহী কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তারা মারা যান।

আরও পড়ুন – সচিবালয়ের অগ্নিকান্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি