কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করায় কুষ্টিয়া জেলায় বজ্রসহ ঝড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টি হতে পারে।
কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মামুন আর রশিদ এ বিষয়টি নিশ্চিত করেন। তার তথ্যমতে বৃহস্পতিবার থেকে আগামী ৭২ ঘন্টা এ পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় কুষ্টিয়াসহ খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্র সহ হালকা অথবা মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। এ জন্য খুলনা সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও কুষ্টিয়া জেলার নদীগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত কয়েকদিন যাবৎ কুষ্টিয়ায় কখনো রোদ কখনো বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাতের ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। কুষ্টিয়ায় গত এক সপ্তাহে ধান কেটে নিয়ে বাড়ি ফেরার পথে, পদ্মা নদীর চরে গরু চড়াতে গিয়ে এবং ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতের ঘটনায় শিশুসহ ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বোরো ধান কাটার মৌসুম চলছে, তাই কৃষকদেরকে অবস্থান করতে হচ্ছে মাঠে। এজন্য বজ্রপাতে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় ভুগছেন কৃষকেরা।
প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতের ঝুঁকিমুক্ত থাকতে সকলের অবগতির জন্য করণীয় বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পরামর্শমূলক পোষ্ট প্রদান করা হয়েছে।