কুষ্টিয়ায় ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

0
53

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ওপর দিয়ে চলাচলকারী ঢাকা গামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন দুটির রুট পরিবর্তনের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে কোর্ট স্টেশন এলাকায় বিক্ষোভ করেছেন সর্বস্তরের জনসাধারণ।

সোমবার বেলা ১২ টায় বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। তারা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশনে আটকে দেয়। প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা আধা ঘন্টা পর ট্রেনটি ছেড়ে দেয়।

বিক্ষোভকারীরা জানান, ট্রেন চলাচলের রুট পরিবর্তন করলে জেলার মানুষ যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হবেন। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক কাজে ঢাকা বা খুলনা যাতায়াতের জন্য যাত্রীদের দুর্ভোগ বাড়বে। তাই রেলওয়ে কর্তৃপক্ষের এ ধরণের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেয় বিক্ষুব্ধ জনসাধারণ।

বাংলাদেশ রেলওয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনের ইনচার্জ ইতিয়ারা খাতুন জানান, এই রুট থেকে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন সড়ানোর ব্যাপারে এখন পর্যন্ত কোন নির্দেশনা এখনো আসেনি।

আরও পড়ুন – ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলম সাধু চালক নিহত

রেলওয়ে সূত্র জানায়, বেনাপোল ও সুন্দরবন ট্রেনের প্রতিমাসে কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে প্রায় ৫০ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়ে থাকে। আগামীতে এই দুটি ট্রেনের রুট পরিবর্তন করা হলে। কুষ্টিয়া -ঢাকা রুটে নতুন ট্রেনের ব্যবস্থার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট আবেদন কর হয়েছে।