কুষ্টিয়ায় তিন দিনের ইজতেমা শেষ হবে শনিবার

0
178

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় তিন দিনের জেলা ইজতেমা শনিবার শেষ হচ্ছে। ইজতেমার উপর নিষেধাঞ্জা দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান এলাকায় এবছর জেলা ইজতেমা শুরু হয়। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা। আয়োজকরা জানান ইতোমধ্যে দেশ-বিদেশের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লী সমবেত হয়েছেন। সৌদি আরব এবং ইংল্যান্ড থেকে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লী এবং আলেম এসেছেন এই ইজতেমায়। তাদেরকে তরজমা করে বয়ান শোনানো হচ্ছে।

আয়োজকরা জানান, তাঁরা প্রশাসনের কাছে অনুমোদনের জন্য লিখিত চিঠি দেন। কিন্তু অনুমোদন না দিয়ে বৃহস্পতিবার বিকালে থেকে সেখানে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে মিরপুর উপজেলা নির্বাহী (ইউএনও) আবদুল কাদের ইজতেমা মাঠে আসেন। আয়োজকদের ইজতেমা বন্ধ করে নিজ নিজ এলাকায় চলে যাওয়ার অনুরোধ করেন। তারপরও মুসল্লিরা সেখানে বয়ান করতে থাকেন। বৃহস্পতিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিদ্যুৎ সংযোগ ও মাইকের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। পরে অবশ্য বিদ্যুৎ সংযোগ চালু হয়।

ইজতেমা সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ২০১৪ ও ২০১৬ সালে কুষ্টিয়া শহরের হাউজিং এর খোলা মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়। পরে ২০১৮ সালে শহরের অদুরে কুমারখালী ছেউড়িয়া মন্ডলপাড়া সংলগ্ন গড়াই নদীর তীরে ইজতেমা অনুষ্ঠিত হয়।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের বলেন, করোনাকালে কোথাও গণজমায়েতের অনুমতি নেই। জেলা প্রশাসন তাঁদের কোনো অনুমতি দেয়নি। তাই আয়োজকদের ইজতেমা বাতিল করতে বলা হয়েছে। কিন্তু তারা প্রশাসনের নিষেধাজ্ঞা উপো করেই ইজতেমা চালিয়ে যাচ্ছেন।