কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলায় দুই পুলিশ সদস্যসহ আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও দুইটি নমুনার ফলোআপ পজেটিভ এসেছে। এখন পর্যন্ত জেলায় ১২১ জন কোভিড রোগী শনাক্ত হল। জেলায় আক্রান্ত পুলিশ সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮ জনে।
রবিবার বিকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রবিবার ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১১৮ টি নমুনা ছিল। নমুনা পরীক্ষায় জেলায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্য জেলার মধ্যে মেহেরপুরের ৪টি, চুয়াডাঙ্গার ১০টি নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ বলে শনাক্ত হয়।
জেলায় নতুন আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৭ জন। এর মধ্যে কুষ্টিয়া পুলিশ লাইনে কর্মরত দুই পুলিশ কনস্টেবল, এনএস রোডের বাসিন্দা গত ৪ জুন আক্রান্ত পিতার ১১ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। কুষ্টিয়া সদরের খাজানগর, শহরের হাউজিং ও বটতৈল এলাকার একজন করে তিনজন আক্রান্ত রোগী রয়েছেন। সদর হাসপাতাল থেকে সংগ্রীহিত আরও দুইজনের নমুনা পজেটিভ এসেছে। এদের একজনের বাড়ি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ এবং ঝিনাইদহের স্থায়ী বাসিন্দার রোগীর বর্তমান অবস্থান সদরে দেখানো হয়েছে। এছাড়াও কুমারখালী উপজেলার চাপড়াতে দুই জন শনাক্ত হয়েছেন।
রবিবারে শনাক্তদের মধ্যে ২ জনের বয়স ১১-২০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ২১-৩০ বছর ১ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৪০-৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে। নতুন শনাক্ত ৭জন পুরুষ ও ৩ জন নারী। এই নিয়ে কুষ্টিয়ায় বহিরাগত বাদে এখন পর্যন্ত ১২১ জন কোভিড রোগী শনাক্ত হল। এর মধ্যে পুরুষ ৯২ এবং নারী ২৯ জন। আক্রান্তদের মধ্যে দৌলতপুর ২৩, ভেড়ামারা ২০, মিরপুর ১২, কুষ্টিয়া সদর ৩৯, কুমারখালী ২০, খোকসা উপজেলায় ৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৮৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন।