কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর-ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর অব্যাহত ভাঙ্গন রোধে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসীরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার সাহেব নগর এলাকায় নদী ভাঙ্গনরোধের নানা শ্লোগান সম্বলীত ব্যানার ফেষ্টুন নিয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক, নারী-পুরুষ নিবেশেষে হাজার মানুষ মানববন্ধনে অংশ নেয়। প্রায় দুই ঘন্টা সময় মানববন্ধন চলে। এসময় গুরুত্যপূর্ন সড়কের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে জনারণ্যে পরিণত হয় । সবধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। অঘোষিত অবরোধ পরিস্থিতি সৃষ্টি হয়।
মিরপুর উপজেলার তালবাড়িয়া, বহলবাড়ীয়া, বারুইপাড়া ও ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি ইতোমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শত শত বসতবাড়িসহ কুষ্টিয়া-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক হুমকির মুখে পরেছে।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, বহলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল, তালবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান বিশ্বাস, বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতৃবৃন্দ।