কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় নিখোঁজের দশ দিন পর জাহাবুল (২২) নামের এক ট্রলি চালকের গলিত লাশ উদ্ধাার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মিরপুর উপজেলার তালবাড়িয়া বালুর ঘাট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত ট্রলি চালক জাহাবুল মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউপি’র শাকদহচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
নিহতের পারিবার সূত্রে জানা গেছে, জাহাবুল পেশায় একজন স্ট্র্রিয়ারিং ট্রলি চালক ছিলেন। গত ১৯ জানুয়ারি ট্রলি নিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয় থানাধীন কাঞ্চনপুর গ্রামে জসিমের ইট ভাটায় মাটি কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না।
ট্রলি ড্রাইভারের ভাই মাহাবুল ইসলাম গত ২৪ জানুয়ারি মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শুক্রবার সকালে স্থানীয়রা তালবাড়িয়া বালুর ঘাটে অর্ধ গলিত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে লাশটি নিখোঁজ জাহাবুলের বলে সনাক্ত করেন। পুলিশের ধারণা জাহাবুলকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখা হয়েছে। ইতোমধ্যেই পুলিশ ক্লু সংগ্রহ করেছে সে অনুযায়ী হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের জন্য মাঠে নেমেছে বলে জানা গেছে।