কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া চারজনের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী দলের অভিযান চলাকালে একজনের ও তার কয়েক ঘন্টার ব্যবধানে আরেকজনের মরদেহ ভেসে ওঠে। উদ্ধারকৃতরা হলেন- শরিফুল (৩০) ও জুবায়ের (৩০)।
পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপ পরিচালক সাইফুজ্জামান বলেন, নিখোঁজদের দুই জনের মধ্যে একজনের মরদেহ মিলেছে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে। অন্যজনেরটা পাওয়া গেছে দুই’শ গজ দুরে।
আরও দেখুন–খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ
উদ্ধারকৃত দু’জনের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। আর অন্য দুইজনের মরদেহ উদ্ধার না হওয়া অবধি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়নের ঘোষপুর এলাকায় পদ্মার জেগে থাকা চরে খড় কাটতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় ৪ জন নিখোঁজ হয়েছিলেন।