কুষ্টিয়ায় পরিত্যক্ত টয়লেট থেকে শিশুর লাশ উদ্ধার

0
127
DROHO 18-10-2020-P 12
জেলার মানচিত্র

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি পরিত্যক্ত টয়লেট থেকে ৬ বছর বয়সী এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশুটির নাম সানজিদা খাতুন। তার বাবার নাম সোহাগ হোসেন। রবিবার সদর উপজেলার হরিনারায়ণপুর কাচারি মাঠের পাশের একটি পরিত্যক্ত টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সানজিদা রবিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিকালে শিশুটির সন্ধ্যানে হরিনারায়ণপুর বাজারে মাইকিং করা হয়।

সন্ধ্যার পর এলাকার লোকেরা কাচারি মাঠের পাশে একটি পরিত্যক্ত টয়লেটে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন এসে সানজিদার মৃতদেহ চিহ্নিত করে। সানজিদার লাশটি মেঝেতে শোয়ানো ও তার হাত-পা মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। তার মাথা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ লাশ উদ্ধার করে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান আতিক জানান, নিহত শিশু সানজিদার মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে বোঝা যাবে, কীভাবে তার মৃত্যু হয়েছে।