কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
97

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের খোর্দবাখল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মাহিম এ গ্রামের সুজল ইসলামের একমাত্র পুত্র।

নিহত শিশুর পিতা সুজল জানান, দুপুরের দিকে তিনি ব্যবসা সংক্রান্ত কাজে বাড়ির বাইরে ছিলেন। মাহিমের মাসহ পরিবারের অন্য সদস্যরা এ সময় পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু মাহিম খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুণ পর পরিবারের লোকজন মাহিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে বাড়ির লোকজন পুকুরে নেমে খুঁজতে শুরু করলে পানির মধ্যে মাহিমকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।