কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৩

0
82

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় শনিবার রাত থেকে রোববার দুপুর দুইটা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করেছে।

আটকৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল কামাল, ধর্মবিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, সদস্য আবু জাফর, জহুরুল ইসলাম, বাদশা-উর রহমান, বকুল বিশ্বাস ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক।

ভেড়ামারা থানায় তিনজন আটক হয়েছে। তারা হলেন- বাহাদুরপুর ইউনিয়নের একটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঞ্জু বিশ্বাস, দপ্তর সম্পাদক রতন আলী ও ধরমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মনির হোসেন।

কুমারখালীতে আটক হয়েছেন দুই ছাত্রলীগ নেতা। এ ছাড়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে আটক করা হয়।

আরও পড়ুন – জাহানারার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ -সমাবেশ করেছে গ্রামবাসী

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কার্যক্রম, নাশকতা ও লিফলেট বিতরণের অভিযোগ রয়েছে। আটককৃতরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে জানান তিনি।