কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পুলিশ ক্যাম্পের আইসিসহ আরও ছয় পুলিশ সদস্য প্রাণঘাতী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। বর্তমানে কুষ্টিয়া পুলিশ ক্যাম্পকে লক ডাউনের আওতাভুক্ত করা হয়েছে।
সোমবার রাতে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পটি লক ডাউনের ঘোষণা দেয়া হয়। ক্যাম্পটিতে এক সাথে পাঁচ পুলিশ সদস্য এবং তার দু’দিন আগে আরও এক পুলিশ সদস্যের দেহে কেভিড-১৯ এর সংক্রমণ ঘটে।
আরও দেখুন–এন্ড্রু কিশোর না ফেরার দেশে
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান উক্ত পুলিশ ক্যাম্পটি লক ডাউন হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ক্যাম্পটিতে বর্তমানে মোট ১৩ জন পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। তবে এক জন ছুটিতে থাকার দরুন ক্যাম্পটিতে এখন ১২ জন সদস্য ডিউটি করছিল। দু’দিন আগে কুষ্টিয়া পিসিআর ল্যাবের পরীক্ষার ফলাফল অনুযায়ী এক পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রন্ত হন। আক্রান্ত পুলিশ সদস্য কুষ্টিয়া পুলিশ লাইনে হোম আইসোলেশনে রয়েছেন।
আরও দেখুন-করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন
একই দিন রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাবের পরীক্ষার ফল অনুযায়ী জানা গেছে ক্যাম্পের আইসি এএস আই খোরশেদ আলমসহ এক সাথে আরও পাঁচ পুলিশ সদস্যের করোনা সনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই পুলিশ ক্যাম্প লক ডাউন করে সকল সদস্যকে কুষ্টিয়া পুলিশ লাইনে আনা হয়েছে।
এদিকে সোমবার কুষ্টিয়া জেলায় রেকর্ড সংখ্যক ৪৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ হয়েছে। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এএইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৩২৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ১৪০ টি, মেহেরপুরের ২৯ টি, চুয়াডাঙ্গার ১৬ টি, নড়াইল ৮৪ টি এবং ঝিনাইদহের ৬০ টি নমুনা ছিল।
কুষ্টিয়া জেলায় নতুন করে ৪৪ জনকে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে । এছাড়াও কুমারখালীর ১ টি ও সদরের ১ টি নমুনার রিপোর্ট ফলোআপ পজেটিভ। নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ৭ জন , সদরে ২৯ জন, কুমারখালীতে ৫ জন এবং মিরপুর উপজেলায় ৩ জন ।
এ অবধি কুষ্টিয়া জেলায় বহিরাগত বাদে ৭৮৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হল। তার মধ্যে দৌলতপুর ১০৫, ভেড়ামারা ৮৭, মিরপুর ৪৭, কুষ্টিয়া সদর ৪২৩, কুমারখালী ১০০ এবং খোকসা উপজেলায় ২৭ জন।
আক্রান্তদের মধ্যে পুরুষ রোগী ৫৭৯ এবং নারী ২১০ জন। সুস্থ হয়েছেন মোট ৩৬৯ জন। এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ রয়েছে ১৩ জন এবং মহিলা রোগী মাত্র এক জন।