কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

0
113
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন।

জেলার মিরপুরে বেপরোয়া গতির অবৈধ ষ্টিয়ারিং ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর সিয়াম (১৭) নিহত হয় । অপর দিকে দৌলতপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মহসীন হোসেন (৩৫) নামের অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭ টার দিকে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের আজমতপুর ও লীধরদিয়া গ্রামের মাঝামাঝি হাওয়াখালি মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। অবৈধ ষ্টিয়ারিং ট্রলির ধাক্কায় কিশোর সিয়াম (১৭) এর মৃত ্যু হয়। সে একই এলাকার চক ধুবইল গ্রামের দাউদের ছেলে।

অপর দিকে দৌলতপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মহসীন হোসেন (৩৫) নামের আরএক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর-ভেড়ামারা সড়কের আল্লাহরদর্গা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মহসীন হোসেন ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার মৃত খতিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি বিড়ি কারখানায় কাজ করতেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে কারখানার ডিউটি শেষে মোটরসাইকেল যোগে দৌলতপুর থেকে ভেড়ামারায় নিজ বাড়ী ফিরছিলেন মহসীন আলী। এসময় পিছন দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক (যশোর-১১-৫৪৭৮) তাকে ধাক্কা দিলে মারাত্বক ভাবে আহত হন মহসীন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এবং দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান পৃথক ভাবে দুর্ঘটনায় নিহত হয়ার বিষয়ে চিশ্চিত করেছেন।