কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে দাঁড়িয়ে মদ্যপ আচরণ করা যুবক আটক

0
139
ছকিটি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উপরে উঠে মদ্যপ আচরণ করা যুবককে পুলিশ আটক করতে সম হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

কুষ্টিয়ায় রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একই ম্যুরালে দুষ্কৃতিকারীদের হামলা-ভাঙচুর ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার (৫ ফেব্রæয়ারি) দিনে-দুপুরে ওই ম্যুরালের উপর উঠে এক ব্যক্তিকে দাঁড়িয়ে মাতলামী আচরণ করতে দেখা গেলো।

পুলিশ জানায়, দুপুর ৩ টা ৪ মিনিটের দিকে শহরের জনাকীর্ণ এলাকা পাঁচ রাস্তার মোড়ে নব-নির্মিত বঙ্গবন্ধু ভাস্কর্য বেয়ে উপরে ওঠে ওই ব্যক্তি। ম্যুরালের উপরে উঠে তাকে মাতালের মত আচরণ করতে দেখা যায়। এ সময় ঘটনাটি পথচারীসহ স্থানীয়দের দৃষ্টিগোচর হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই ব্যক্তি ম্যুরাল থেকে নেমে ঘটনাস্থল ত্যাগ করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উঠে যুবকের মদ্যপ আচরণের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে মুহূর্তের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ ওই ব্যক্তিকে শনাক্তের জন্য আদাজল খেয়ে মাঠে নামেন।

পুলিশ প্রযুক্তির ব্যবহার করে ঘটনার মাত্র আধা ঘণ্টার মধ্যেই শহরের বড় বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করতে সম হয়। আটককৃত ব্যক্তি অপ্রকৃতস্থ নাকি ম্যুরালের উপরে উঠার পেছনে অন্য কোন উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানায়, আটককৃত ওই ব্যক্তির নাম নাসিম মোহাম্মদ শাকিল। তার বাড়ি জয়পুরহাট জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে পুলিশ সুপারের কার্যালয়ে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে একসঙ্গে বঙ্গবন্ধুর তিনটি ভাষ্কর্য নির্মাণের উদ্যোগ নেয় কুষ্টিয়া পৌরসভা। বঙ্গবন্ধু সমগ্র নামের এই ভাষ্কর্য নির্মাণকাজ চলাকালে ২০২০ সালের ৫ ডিসেম্বর রাতে শহরতলীর জুগিয়া এলাকার দুই মাদ্রাসাছাত্র হাতুড়ি দিয়ে ভেঙে তিসাধন করে। সিসি টিভির ফুটেজ দেখে ওই দুই মাদ্রাসা ছাত্র এবং একই মাদ্রাসার দুই শিক্ষককে পুলিশ গ্রেফতার করে। তারা বর্তমানে জামিনে রয়েছেন। তবে মামলা এখনো চলমান। ওই ঘটনার পর থেকেই এই ভাষ্কর্যটি সার্বক্ষণিক পুলিশ পাহারায় রাখা হয়েছে।

শনিবার ম্যুরালে উঠে মদ্যপ আচরণের সময় সেখানে পাহারার দায়িত্বে ছিলেন এ এসআই বিকাশ চন্দ্র, কনস্টেবল প্রদীপ কুমার ও মহিদুল ইসলাম। দায়িত্বে অবহেলার জন্য এ তিন পুলিশ সদস্যকে তাক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হচ্ছে।

কষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, সিসি ক্যামেরা পর্যবেণসহ তথ্য-উপাত্তের ভিত্তিতে বিষয়টি অতি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সাথে ওই ব্যক্তি শুধু একাই জড়িত নাকি অন্য আরও কেউ জড়িত রয়েছে পুলিশ এসব বিষয়গুলো অধিক গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে।