কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুরের ৮ মাইলে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।
শনিবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার ৮মাইলে এই যাত্রী বোঝাই বাস দুর্ঘটনা ঘটে।
প্রত্যদর্শী সূত্র জানাগেছে, ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজ একটি বাস মিরপুরের ৮মাইল নামক স্থানে পৌঁছালে হঠাৎ করেই বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা ২০ যাত্রীর সবাই আহত হন। যাত্রীদের মধ্যে গুরুতর আহত দুইজনকে কুষ্টিয়া সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বাস উল্টে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।