কুষ্টিয়ায় বিপ্লবে আহতদের মানসিক ট্রমা নিরসনে কাউন্সিলিং সভা

0
40

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের মানসিক ট্রমা নিরসনে কাউন্সিলিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সিভিল সার্জন মোঃ আকুল উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান, কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম।

আরও পড়ুন – নির্মাণ শ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহতদের যাচাই বাছাই কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, কুষ্টিয়া বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজ আল মাসুম প্রমুখ। পরে কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছাসে ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতা ঝিমিয়ে পড়লে হবে না। সদা জাগ্রত থাকতে হবে। যারা আহত ও পঙ্গুত্ববরণ করে মানসিক ট্রমায় ভুগছেন, তারা মানসিক ট্রমা থেকে বের হয়ে আসার জন্য চেয়ারফুল হতে হবে। তিনি আরো বলেন, সব জায়গাতে আমাদের শৃঙ্খলা প্রয়োজন। ব্যক্তিগত জীবনে আমরা এক কথা বলি, অথচ বাস্তবে তা করি না। যার যার যা দায়িত্ব, তাকে সেটা করতে হবে নিষ্ঠার সাথে।