কুষ্টিয়ায় বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধে কৃষক খুন

0
186
Daulatpur-dro-23-p-1-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক খুন হয়েছে।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পিয়ারপুর ইউনিয়নের সলুয়া গ্রামে । নিহত আবুল শাহ (৫৫) একই গ্রামের মৃত চেতন শাহের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক আবুল শাহ মারা যান। বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে সোমবার সকালে প্রতিপক্ষের হামলায় আবুল শাহ আহত হোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে কৃষক আবুল শাহ্ বাড়ির পাশর্বর্তী মাঠে কাজ করার সময় পারিবারিক বিরোধ নিয়ে প্রতিবেশী মইজুদ্দিন শাহের সাথে তার কথা কাটা-কাটি শুরু হয়।

একপর্যায়ে প্রতিবেশি মইজুদ্দিন শাহ ক্ষুব্ধ হয়ে হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে আবুল শাহের পেটে আঘাত করে। ঘটনাস্থলেই তার পেটের নাড়ী-ভুঁড়ি বের হয়ে যায়।

স্থানীয়রা আহত কৃষক আবুল শাহকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে দুই পরিবারের বিরোধ নিয়ে প্রতিপক্ষ প্রতিবেশীর হামলায় আহত কৃষক আবুল শাহের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।

তবে হত্যাঘটনার পর থেকেই হামলাকারী মইজুদ্দিন শাহসহ বাড়ির লোকজন পালিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।