কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সংবাদ সম্মেলন

0
52

কুষ্টিয়া প্রতিনিধি

সংগঠনের নেতাদের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২ টায় কুষ্টিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা চত্বরে হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এতে কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ ও মূখ্য সংগঠক এম ডি বেলাল হোসেন বাঁধনসহ কয়েকজন আহত হন।

সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান বলেন, হামলার পর আমাদের হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশকে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

হামলায় গ্যাং গ্রুপ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত অভিযোগ করেন মোস্তাফিজুর রহমান বলেন, পৌরসভার মেলা প্রাঙ্গণে কোনো কারণ ছাড়ায় অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করা হয়। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। হামলাকারী সাতজনকে আমরা সনাক্ত করতে পেরেছি। হামলায় নেতৃত্ব দেওয়া স্যাম সাদী, আমির হামজা ও প্রেম নামে তিনজন সরাসরি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত।

পৌরসভা চত্বরে মেলা প্রাঙ্গণে হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে দাবি করেন মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন – মহেশপুর সীমান্ত থেকে তিন ভারতীয় গ্রেফতার

হামলার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক হাসিবুর রহমান বলেন, ছাত্রলীগের কর্মী ও কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা মোস্তাফিজ, শ্রেষ্ঠ, বাধন ও হুমাইরা কবিরের ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন – কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলা

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান শিহাব বলেন, হামলার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।