কুষ্টিয়ায় ভুয়া ডাক্তারের জেল, ক্লিনিক মালিকের জরিমানা

0
112
সাজাপ্রাপ্ত ভুয়া ডাক্তার এম কে এইচ খান বিজয়

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে আটক ভুয়া ডাক্তার ও ক্লিনিক মালিককে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দুই বছরের সাজাপ্রাপ্ত ভুয়া ডাক্তারের নাম এম কে এইচ খান বিজয়। তিনি কুষ্টিয়া অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতালে ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার দুপুরে শহরতলীর মোল্লাতেঘরিয়া এলাকার কুষ্টিয়া অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতালে র‌্যাব ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার এম কে এইচ খান বিজয়কে আটক করে। এ সময় ভ্রাম্যমান আদালতের কাছে ওই ডাক্তারের দাখিল করা সার্টিফিকেট যাচাই-বাছাই করে জাল প্রমাণিত হয়।

জাল সার্টিফিকেটে ডাক্তারির নামে প্রতারণার অভিযোগে ভুয়া চিকিৎসক এম কে এইচ খান বিজয়কে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড একই সাথে ভুয়া ডাক্তারকে সর্বাত্মক সহযোগিতা করার অপরাধে কুষ্টিয়া অর্থোপেডিক এন্ড জেনারেল হাসপাতালে মালিক সাইদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদলতের বিচারক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ হাসান। এ সময় র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মাহাফুজুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, এম কে এইচ খান বিজয় নামের ভুয়া চিকিৎসক। চিকিৎসক সেজে সে সাধারণ মানুষের সাথে প্রতারনা করে আসছে।