কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অবিলম্বে পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এ অঞ্চলের স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ, জনগণের ভোগান্তি নিরসন ও স্বাস্থ্য শিক্ষার সম্প্রসারণে বৃহস্পতিবার বিকেল তিনটায় মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে পরবর্তী সমাবেশে এ দাবি জানান তারা।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন মেহেদী বলেন, হাসপাতালের সব অবকাঠামো নির্মাণ হওয়া সত্তে¡ও এবং সকল যন্ত্রাংশ থাকা সত্তে¡ও এই হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে না। এটা কুষ্টিয়া ও আশপাশের মানুষের জন্য দুঃখজনক।
তিনি বলেন, বিগত দুর্নীতিবাজ সরকারের আমলে স্থানীয় এমপি মন্ত্রী ও আমলাদের ঐক্যবদ্ধ দুর্নীতির কারণে এই হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। আমরা আশা করব বর্তমান সরকার দ্রæত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়ার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অবিলম্বে পূর্ণাঙ্গভাবে চালু করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
আহ্বায়ক মুহাম্মদ হাসিবুর রহমান বলেন, কুষ্টিয়ার আশপাশের জেলা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজবাড়ী থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মানুষ চিকিৎসা নিতে আসে। কিন্তু ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাজারো মানুষের চিকিৎসা নিতে হয়।
আরও পড়ুন – ঝিনাইদহের সাবেক এমপি সাভার থেকে গ্রেফতার
তিনি বলেন, সেখানে মানুষ চিকিৎসা নিতে এসে সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে ফিরছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মানববন্ধন কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে অনেক সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করেন।