কুষ্টিয়ায় লাহিনী থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

0
154
উদ্ধারকৃত মৃতদেহ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের লাহিনী এলাকার মেটন চরপাড়া মাঠ থেকে বশির উদ্দিন (৬০) নামে একজন ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে স্থানীয়রা মাঠের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত বশির উদ্দিন কুমারখালী সাওতাপাড়ার মৃত জসিম উদ্দিনের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা বশির উদ্দিনকে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।