কুষ্টিয়ায় সাবেক ব্যাংক কর্মকর্তা হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

0
147

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া দরবেশপুরে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপরে গুলিতে সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে নিহত ব্যাংক কর্মকর্তার পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়।

নিহত সাবেক ব্যাংক কর্মকর্তা রাজু আহম্মেদ (৩৫) এর পরিবার দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে রবিবার সকালে কুষ্টিয়া প্রেসকাবের হলরুমে সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের মা কমলো খাতুন। পরে প্রেস কাব সংলগ্ন শহরের প্রধান সড়কে শতাধিক নারী-পুরুষ ঘন্ট্যাবাপী মানববন্ধন করেন।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, পূর্ব পরিকল্পনা মতে ২৩ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে প্রতিপক্ষ বক্কার, দাউদ ও আরাফুলের নেতৃত্বে সন্ত্রাসী দল আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তা রাজু আহম্মেদের বাড়িতে আকস্মিক আক্রমন করে। পরবর্তীতে নিজের ঘর থেকে ঘুমন্ত রাজুকে তুলে নিয়ে বাড়ির উঠানে তার উপর উপর্যুপরি গুলি চালায়। এতে বুকে, পিঠে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই শাহীন আলম বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর এজাহার নামীয় ৩১ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

নিহত রাজুর পরিবার এলাকার বক্কার গ্রæপের সাথে সম্পর্ক ছিন্ন করে মামুন গ্রæপের অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিহিংসাবশতঃ প্রতিপক্ষের লোকজন এ হত্যাকান্ডটি ঘটায়।
হত্যকান্ডের সাথে জড়িতরা সরকার দলীয় নেতা-কর্মী ও সমর্থক হওয়ায় প্রভাব খাটিয়ে মামলাটি ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এছাড়া লাশের সুরতহাল অনুযায়ী ময়না তদন্তের প্রকৃত প্রতিবেদন আড়াল করতে আসামীরা মরিয়া হয়ে উঠেছে বলে নিহতের পরিবার অভিযোগ করেন। হত্যাকন্ডটি সংঘটিতের আগে আসামীদের ফাঁকা গুলি চালিয়ে এলাকায় চরম আতংক ও ত্রাসের রাজত্ব কায়েম করে। ঘটনার সময় দহকুলা ক্যাম্পের পুলিশ নীরব ভুমিকায় ছিল বলে নিহতের ভাই শাহীন আলম অভিযোগ করেন।

পরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রাজুর বৃদ্ধ পিতা মুন্তুাজ আলী, ছোট ভাই শাহীন আলম, বোন নাসরিন প্রমুখ। বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীকে দ্রæত গ্রেফতারসহ আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর রাত ১ টার দিকে কুষ্টিয়ার দরবেশ পুর গ্রামের বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা ও বর্তমানে একটি ফুড বেভারেজ কোম্পানীতে কর্মকর্তা পদে কর্মরত রাজু আহম্মেদ সন্ত্রাসীদের গুলিত নির্মমভাবে নিহত হন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, বিবদমান দুই গ্রæপের দ্ব›েদ্বর জের ধরেই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। কেউ আইনের উর্ধ্বে নয়। হত্যাকান্ডের সাথে জড়িত দের গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করার চেষ্টা অব্যাহত রয়েছে তিনি জানান।