কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক টানেল নির্মাণ করা হয়েছে।
সোমবার বিকেল থেকে উন্মুক্ত করে দেওয়া হয় নবনির্মিত এই জীবাণুনাশক টানেলটি। বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে শহরের নবাব সিরাজ উদ দৌলা সড়ক (এনএস রোড) সংলগ্ন থানা মোড়ে জীবাণুনাশক এ টানেলটি নির্মাণ করা হয়।

সেনা সদস্যরা জানান, জরুরি প্রয়োজনে শহরবাসী ঘর থেকে বের হলে এ টানেলের জীবাণুনাশক স্প্রে’র মাধ্যমে পথচারী ও যানবাহন সম্পূর্ণরুপে জীবাণুমুক্ত হবে। জীবাণুনাশক টানেলটি উদ্বোধনের সময় ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রিয়াজুর রহমান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পৌরসভার মেয়র আনোয়ার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান সাংবাদিকদের জানান, এখন খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না, হবেন না। বিশেষ প্রয়োজনে যারা বের হবেন এবং শহরে প্রবেশ করবেন তারা এ টানেলের মধ্য দিয়ে পথচারি, রিক্সা, ভ্যান, মোটরসাইকেলসহ মাঝারি আকৃতির গাড়িগুলো জীবানুমুক্ত হয়ে শহরে প্রবেশ করতে পারবেন। যতদিন কুষ্টিয়া অঞ্চলে করোনা ভাইরাসের প্রভাব থাকবে ততদিন সেনাবাহিনী এই কার্যক্রম অব্যাহত রাখবে এবং প্রয়োজনে কুষ্টিয়া শহরের আরও গুরুত্বপুর্ণ পয়েন্টে টানেল নির্মাণ করা হবে বলে তিনি মন্তব্য করেন।
জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, এই ট্যানেল আমাদের জন্য একটি বাড়তি সতর্কতা। এর সাফল্য যদি আমরা দেখি এবং মানুষ এটাকে মেনে চলছে, এর কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে তা হলে কুষ্টিয়া শহরের আরও বেশ কয়েকটি পয়েন্টে এটি নির্মাণ করা হবে।

পুলিশ সুপার এস এম তানভির আরাফাত পিপিএম জানান, শহরে এই টানেলটি যাতে প্রতিটি মানুষ ও পরিবহন ব্যবহার করে সে জন্য জেলা পুলিশ এখানে একজন সার্বক্ষণিক ট্রাফিক পুলিশের ব্যবস্থা করবে।
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, এই মহামারিতে সেনাবাহিনীর এ উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। কুষ্টিয়া পৌরসভা তাদেরকে এটি নির্মাণে সার্বিক সহায়তা করেছে।