কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় মাইক্রোবাসের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির আরো দুই যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুওে কুষ্টিয়া-পাবনা মহসড়কের মিরপুর আট মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের মোস্তাফিজুরের পুত্র শিশির আহাম্মেদ শোভেল (২০) এবং তার স্ত্রী মেহের নিগার (২০)।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, শিশির তার অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম নিজ বাড়ি থেকে সিএনজি যোগে কুষ্টিয়ায় আসছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া পাবনা মহাসড়কের মিরপুর আট মাইল নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সিএনজি চালিত অটোরিক্সাটিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা এসে সিএনজির চার যাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশির এবং তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে হচ্ছে। এই ঘটনার ঘাতক মাইক্রোবাসের চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটিকে আটক করেছে পুলিশ।