কুষ্টিয়ায় ১৪ পুলিশ সদস্যসহ আক্রান্ত ২৪

0
120
KUSHTIA-DRO-02-P2

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এক দিনে ১৪ পুলিশ সদস্যসহ নতুন করে আরো ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে জেলার ১২১টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২৪টি পজেটিভ।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার কুষ্টিয়ায় ১২১ টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। এতে নতুন করে আরো ২৪ জন করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া পুলিশ লাইনে কর্মরত ১৪ জন পুলিশ সদস্য রয়েছে। এ নিয়ে কুষ্টিয়া জেলায় পুলিশের দুই এসআইসহ ২২ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হলো। নতুন আক্রান্ত ২৪ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২০ জন, দৌলতপুর উপজেলায় ১ জন এবং মিরপুর ৩ জন। আক্রান্তদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৫ জন নারী। এ নিয়ে কুষ্টিয়া জেলায় ২০২ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী কুষ্টিয়া সদরে ৮৫ জন। এছাড়া ভেড়ামারায় ৩৩ জন, দৌলতপুরে ২৯, কুমারখালীতে ২৬, মিরপুরে ১৮ ও খোকসা উপজেলাতে ১২ জন। সুস্থ হয়েছেন ৩৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫৬ জন।

সিভিল সার্জন জানান, গত ২২ এপ্রিল কুষ্টিয়া জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সিভিল সার্জনের মতে, কুষ্টিয়ায় এখন সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে করোনা ছড়িয়ে পড়েছে।