দ্রোহ ডেস্ক
কুষ্টিয়ায় ইবি’র ডাবল ডেকার বাস চাপায় একজন ও ঝিনাইদহে পিকাপ ভ্যানের চাপায় অপর আর এক ব্যক্তি নিহত হয়েছে।
আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেপরোয়া ডাবল ডেকার বাসের চাপায় বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত জাহিদুল ইসলাম (৬২) শহরের হাউজিং এ বøকের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর উদ্দিন শেখ।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শহরের কোর্ট স্টেশন এলাকার টেলার্সের মালিক জাহিদুল ইসলাম বাসা থেকে বাইসাইকেল যোগে নিজ টেইলার্সের উদ্দেশ্যে রওনা হন। জেলখানা মোড় অতিক্রম করার সময় একই দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার একটি বাস তাকে চাপা দেয়। বাসটি পিটিআই রোড দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
দুর্ঘটনার পর জাহিদুলের লাশ ঘটনাস্থলে পড়ে থাকলেও বাসচালক গাড়িটি টেনে নিয়ে দেড়শ মিটার দূরে চলে যায়। তখনো বাসের সঙ্গে আটকে ছিল জাহিদুলের বাইসাইকেলটি। পরে স্থানীয় শিক্ষার্থীরা চালক সেলিমকে মারধর করে। ভাঙচুর করা হয় বাসের গøাস। চালক সেলিমের বাড়ি সিরাজগঞ্জ বলে নিশ্চিত করেছেন তারই আরেকজন সহকর্মী। আহত বাস চালক বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওই হাসপাতালের মর্গের সামনে কান্নারত জাহিদুলের ছেলে শাহীনুর হাবীব লালন বলেন, সকালে বিছানা থেকেই শুনতে পেলাম বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। জেলখানা মোড়ের মতো ব্যস্ত জায়গায় একজন বাইসাইকেল চালকের বাসের নিচে পড়ার কথা না। নিশ্চয় চালক বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন। আমরা তার বিচার চাই।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শিহাবুর রহমান শিহাব জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই দিন ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় করিমন চালক প্রান হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ সদরে সড়ক দুর্ঘটনায় নিহত হগয় আমিনুল ইসলাম লস্কর (৪১)। তিনি স্যালো ইঞ্জিন চালিত নসিমনের চালক। মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার পোড়াহাটি তিন মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন –
নিহত আমিনুল ইসলাম হরিণাকুন্ডু উপজেলার শ্রীফলতোলা গ্রামের সাত্তার লস্করের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমিনুল করিমন নিয়ে মাগুরার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে তিনমাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির একটি পিকআপ ভ্যান করিমন গাড়ীতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে করিমন চালক আমিনুল মারা যান। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালরে মর্গেপাঠানো হয়েছে।