কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

0
152
kUSHTIA-DRO-25-P-9-compressed
কুষ্টিয়ায় ঈদের জামাত।

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় মসজিদে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ জামাতে অংশ নেন।

একঘন্টা পর পর আরো দু’টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে শহরের সব মসজিদসহ জেলা ও উপজেলা পর্যায়ে ২৪০০ মসজিদে ধর্মপ্রাণ মুসল্লি­গন ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং মহামারী করোনা থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।