কুষ্টিয়া জেনারেল হাসপাতালের একমাত্র ডিজিটাল এক্স-রে মেশিনটি বিকল

0
137

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের একমাত্র ডিজিটাল এক্স-রে মেশিনটি বিকল হয়ে পরায় প্রায় আড়াই বছর যাবৎ কাপড় দিয়ে যতœ করে ঢেকে রেখেছে কর্তৃপক্ষ।

একমাত্র ডিজিটাল এক্স-রে মেশিনটি বিকল থাকায় হাসপাতালের ভর্তি রোগীরা বাইরে থেকে এক্স-রে করাতে বাধ্য হচ্ছে। এ জন্য কয়েক গুণ বেশি টাকা গুণতে হচ্ছে রোগীদের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর ডিজিটাল ৫০০ এমএ এক্স-রে মেশিনটি স্বাস্থ্য অধিদপ্তর সরবরাহ করে। এই ডিজিটাল এক্স-রে মেশিনটির দাম প্রায় ৩০ লাখ টাকারও বেশি। হাসপাতালে এই যন্ত্রটি স্থাপন করে রাজধানী ঢাকার বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। চালুর পর ২০১৯ সালের ৭ মার্চ থেকে যন্ত্রটির ফিল্ম প্রিন্ট করার অংশে সমস্যা দেখা দেয়।

সেটি মেরামতের জন্য হাসপাতাল কর্তৃপ ওই প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে। তাদের প্রকৌশলীরা একবার এসে যন্ত্রটি মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন।

হাসপাতালের ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাম) আবুল খায়ের বলেন, এই হাসপাতালে মোট ১০ টি সাধারণ এক্স-রে মেশিন রয়েছে। কিন্তু হাসপাতালের সবচেয়ে দামি ও একমাত্র ডিজিটাল এক্স-রে মেশিনটি ালুর পর পরই নষ্ট হয়ে পরে আছে। এটি স্থাপনের মাত্র এক থেকে দেড় বছরের মধ্যেই বিকল হয়ে পড়ে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন জানান, দামি এই যন্ত্রটি মেরামতের জন্য অন্তত ১০ বারেরও বেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। সর্বশেষ চলতি বছরের গত ১২ জুলাই কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়। চিঠির জবাবে অচল এক্স-রে মেশিনটির বিষয়ে আরও কিছু তথ্য জানতে চাওয়া হয়েছিল। সেই সব বিষয়ের তথ্য জানিয়ে আবারও তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। তবে কোন সমাধান পাওয়া যায়নি। তাঁর দাবি আগের দায়িত্বে থাকা তত্ত¡াবধায়কও যন্ত্রটি মেরামতের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কবে এ সমস্যার সমাধান হবে তা আল্লাহ ভালো জানেন বলে তিনি মন্তব্য করেন।