কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিজেই রোগী

0
12

কুষ্টিয়া প্রতিনিধি

২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপে নিজেই রোগী হয়ে পরেছে। সেবা মিললেও মিলছেনা ওষুধ ও রোগীর খাবার। প্রতিদিনই পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার রোগীদের চাপ বারছে। ধারণক্ষমতার চারগুণ বেশী রোগীকে চিকিৎসা দিতে গিয়ে নাজেহাল হচ্ছেন চিকিৎসকসহ স্টাফ রা। অন্যদিকে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। শয্যার বাইরে থাকা রোগীদের মিলছে না খাবার।

শনিবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, ওয়ার্ডের বাইরে গলিপথেও গিজ গিজ করছে রোগী। বারান্দা বাথরুমের সরজার সামনেও রোগী। অনেক জায়গায় রোগী ও সেবিকার মাথার ওপর ঘুরছে না ফ্যান। ঘামে ভিজেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া গ্রাম থেকে স্বামীর চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন নাসিমা খাতুন। তিনি চারদিন ধরে হাসপাতালের নিচতলায় পাঁচ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।

নাসিমা খাতুন বলেন, ‘আমরা চিকিৎসা পাচ্ছি তবে অন্যান্য সুযোগ-সুবিধা নেই। হাসপাতালের বেডে জায়গা না হওয়ায় রোগীর খাবার পাচ্ছি না। বাড়ি থেকে খাবার এনে খাওয়াতে অনেক কষ্ট হচ্ছে।’

পোড়াদহ থেকে হাসপাতালে এসেছেন ইলিয়াস আলী। চারদিন থাকার পরও তিনি বেড পাননি। ইলিয়াস আলী বলেন, ‘সকাল-রাতে চিকিৎসক দেখে যান, সেবা বলতে এটুকুই। হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষার বেশিরভাগ যন্ত্র নাকি নষ্ট। বাইরে থেকে পরীক্ষা করতে হচ্ছে, খাবার পাচ্ছি না।’

হাসপাতাল ঘুরে দেখা যায়, উন্নতমানের ডিজিটাল এক্স-রে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তা সব রোগীর চাহিদা মেটাতে পারছে না। অনেক রোগীই দালালের খপ্পরে পড়ে বেসরকারি হাসপাতাল থেকে পরীক্ষা করাচ্ছেন। হাসপাতালে রয়েছে ওষুধের অপ্রতুলতা রয়েছে।

শিশু বিভাগে হৃদয় বিদারক অবস্থা, ২৫ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ১১০ জন। সেখানকার একাধিক সেবিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী রোগী ভর্তি হলে চিকিৎসার মান বাড়ানো যেত। কিন্তু এত রোগীর ভারে আমরাই অসুস্থ হয়ে যাচ্ছি। এখানে কর্মপরিবেশ বলে কিছু নেই।

আরও পড়ুন – বাগেরহাট থেকে অপহৃত শিশু উদ্ধার হলো কুষ্টিয়ায়

হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, ‘আমরা দিনের পর দিন বলে আসছি, এত রোগীর ভার হাসপাতালের বহন করার ক্ষমতা নেই। তারপরও কেউ এলে চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানো হয় না। যতটুকু সাধ্যে কুলায় আমরা চেষ্টা করে যাচ্ছি।’

আরও পড়ুন – জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাতজন আহত

তিনি আরও বলেন, ‘হাসপাতালে ওষুধ আসে ২৫০ শয্যার অনুপাতে। সেই ওষুধ সব রোগীকে দিতে গেলে কিছুটা সংকট হবেই। পাশে ৫০০ শয্যার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু হলে হয়তোবা জেনারেল হাসপাতালে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ ফিরবে।’