Home breaking news কুষ্টিয়া জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কুষ্টিয়া জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

0
9

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা বিএনপির ‘বিতর্কিত ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল এবং সবার অংশগ্রহণে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা। একইসঙ্গে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৬ এপ্রিল বুধবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

শনিবার বেলা ১১টায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম উল হাসান অপু বলেন, কুতুব উদ্দিন আহমেদকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে তিন মাসের যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে, তার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়েছে। আমরা চাচ্ছি, এই কমিটি দ্রæত বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হোক।

আরও পড়ুন – ধর্ষীতার পোড়া ভিটায় ঘর নির্মান করে দিলে প্রবাসী

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি সম্পূর্ণ ব্যর্থ দাবি করে বিএনপির ত্যাগী এই নেতা বলেন, কুতুব-জাকিরের মামা-ভাগনে কমিটি আজ পর্যন্ত একটা ইউনিয়ন কিংবা ওয়ার্ড কমিটিও দিতে পারেনি।

আরও পড়ুন – নোঙ্গর

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার বলেন, বিগত সরকারের আমলে আমাদের দলের অনেক নেতা-কর্মী অন্যায়-অত্যাচার, নির্যাতন এমনকি হত্যার শিকার হয়েছেন। কিন্তু বর্তমান কমিটি কারও বিচারের দাবিতে মাঠে নামেননি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে মারা যান আমাদের বিএনপির ত্যাগী নেতা এম এ শামীম আরজু ভাই। আজকে এখান থেকে আমরা তার বিচার দাবি করছি।