কুষ্টিয়া জেলা বিএনপির সংবাদ সম্মেলন

0
59

অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা ব্যবস্থা গ্রহণের ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি

বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কোন নেতা-কর্মীর বিরুদ্ধে যে কোনো ধরণের অপকর্মের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীদের ব্যানারে বারবার সংবাদ সম্মেলন করে কুষ্টিয়া জেলা বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোর প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। একই সাথে অবিলম্বে কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে এসব অপপ্রচার বন্ধ করা না হলে ওই সব অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করারও ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে গত ৫ ফেব্রæয়ারি পদবঞ্চিতদের ব্যানারে কুষ্টিয়া বিএনপির একাংশের নেতা-কর্মীরা অভিযোগ করেন, কুষ্টিয়া জেলা বিএনপি আওয়ামী লীগ স্টাইলে লুটপাট ও দখলদারিত্বের রাজনীতি করছে।
ওই সময় তারা কুষ্টিয়া শহরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মদের দোকান ও চালের মোকামে বিএনপি নেতাদের চাঁদাবাজির অভিযোগ তোলেন।

ওইসব অভিযোগের প্রেক্ষিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা নাকি কোন বিশ্ববিদ্যালয় দখল করেছি? যার মালিক পতিত স্বৈরাচারের দোসর মাহবুবুল আলম হানিফের স্ত্রী।

তিনি সাংবাদিকদের হাতে ট্রাস্টি বোর্ডের ১৩ সদস্যের নামের একটি তালিকা তুলে দিয়ে তদন্ত করে দেখার আহ্বান জানিয়ে বলেন, আমি ওই বিশ্ববিদ্যালয়ের কোনো কমিটিতে নেই। ওই বিশ্ববিদ্যালয় সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।

যারা অভিযোগ তুলছেন, তাদের বলছি যদি প্রমাণ দিতে না পারেন; তাহলে কানে ধরে উঠবস করে এই জাতির সামনে থেকে বিদায় নেবেন।

চালকল মালিকদের কাছ থেকে চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, চাল কল মালিকরাই আমাদের দলে আছেন। একজন মালিক কিভাবে তার মিলে চাঁদাবাজি করতে পারেন, এসব হাস্যকর অভিযোগ। চালের দাম কেন বেড়েছে তা সবাই জানে এবং সরকার সচেতন আছে।

পদবঞ্চিত ও ত্যাগী কারা? এই প্রশ্ন উত্থাপন করে জাকির হোসেন বলেন, ৫ আগস্টের আগে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তাদের ছবি বিভিন্ন ক্যামেরায় আছে। মিলিয়ে দেখা হোক আজকে যারা আন্দোলন সংগ্রাম করছেন ত্যাগী বলে, ৫ আগস্টের আগে তারা কোথায় ছিলেন। তারা নিজেদের দাবি করছেন পদবঞ্চিত বলে, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে তাদের সবাই কম-বেশি কোন না কোন কমিটিতে স্থান পেয়েছেন। অর্থাৎ কেউই পদ বঞ্চিত নন।

অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে জাকির হোসেন সরকার বলেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি, আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, হাট-ঘাট থেকে যেসব চাঁদাবাজির অভিযোগ করা হচ্ছে, তার সঙ্গে বিএনপি কোনোভাবেই জড়িত নয়।

এসব নানা অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ তুলে তিনি বিষয়টি সাংবাদিকদের তদন্ত করে দেখার আহ্বান জানান। সেই সঙ্গে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ কুষ্টিয়া জেলাকে সুন্দর পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন –উড়ো চিঠি দিয়ে গামছা বিক্রেতার কাছে চাঁদা দাবি

সংবাদ সম্মেলনে ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহবায়ক তৌহিদুল ইসলাম আলমসহ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – ফুলেও রয়েছে ঔষুধী গুন