স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টায় কুষ্টিয়া দিশা টাওয়ারের অডিটোরিয়াম রুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আল-মামুন সাগর। অনুষ্ঠনের সঞ্চলনায় করেন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি তৌহিদ হাসান।
আরও পড়ুন – সৌদি আরবে ঈদ রবিবার
কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলি জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়িার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।