কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে কাবাব স্টেশন নামের একটি রেস্টুরেন্ট। এ সময় আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা আরো দুটি দোকান পুড়ে যায়। তবে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার বিকালে কুষ্টিয়া শহরের এন.এস রোডের বাটারফাই মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুষ্টিয়ার ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, বিকালে কাবাব স্টেশন নামের একটি রেস্টুরেন্টের চুলা থেকে অসাবধানতা বশত আগুনের সুত্রপাত ঘটে। এ সময় আগুনের তাপে পাশে থাকা বড় গ্যাস সিলিন্ডার পাইপ ফুটো হয়ে গ্যাস বের হলে আগুন চারিপাশে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে তাৎনিক ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের কয়েকশ ব্যবসা প্রতিষ্ঠান রা পায়। তবে আগুনে কাবাব স্টেশন ছাড়াও জুস ওয়াল্ড ও খানাপিনা নামে আরো দুইটি দোকান পুড়ে গেছে।
কি পরিমাণ আর্থিক তি হয়েছে সে ব্যাপারে তিনি বলেন, তিনটি প্রতিষ্ঠানের কিছুই অবশিষ্ট নেই। আমরা নিজেরা একটি লিষ্ট তৈরি করছি। বাকিটা মালিকপরে সাথে কথা বলে মোট তির পরিমাণ জানা যাবে।
মাসুদ রানা নামে এক প্রত্যদর্শী জানান,হঠাৎ উপরে কালো ধোয়া দেখতে পাই। এরপর দেখি রেস্টুরেন্টের ভেতর দাওদাও করে আগুন জ্বলছে।
আগুন দেখে স্থানীয় ব্যবসায়ীরা তাৎণিক ফায়ার সার্ভিসের ইউনিটকে জানায়। এরমধ্যে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়তে থাকে। তার আগেই ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডুগ্রস্ত জুস ওয়াল্ডের মালিক তানিম জানান, কয়েক মাস আগেই বিভিন্ন ফল দিয়ে বানানো জুসের দোকানে নতুন করে বিনিয়োগ করেছিলাম। সব পুড়ে শেষ হয়ে গেছে। আমার ৫ লাখ টাকার মতো আর্থিক তি হয়েছে। তবে য়তির ব্যাপারে বাকি দোকান মালিকদের সাথে তাৎনিক যোগাযোগ করা সম্ভব হয়নি।