কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলামের বিরুদ্ধে অসদাচারণের অভিযোগ তুলে প্রস্তুতি পরীক্ষা বর্জন করেছে ওই বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছে।
সোমবার (০১ জুলাই) দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে কলেজের মুক্তমঞ্চের সামনে অবস্থান নেই। সেখান থেকে অধ্যক্ষের কাছে অভিযোগ পত্র ও গণস্বাক্ষর প্রদান করেন তারা। সেই অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ তদন্ত কমিটি গঠন করেছেন।
৬৬ শিক্ষার্থী স্বাক্ষরিত ওই চিঠিতে অভিযোগ করা হয়, রবিবার (৩০ জুন) অনুষ্ঠিত অনার্স প্রথম বর্ষের প্রস্ততি পরীক্ষা শেষে শোভন রেজা নামে এক শিক্ষার্থীকে ক্লাসরুমের সামনে গলা টিপে ধরে গ্রিলের সঙ্গে ধাক্কা মারেন সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম। সেসময় অন্যান্য শিক্ষার্থীদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন জাহিদুল। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভুক্তভোগী দুই শিক্ষার্থী দোলা মিত্র ও নুসরাত জাহানও তাদের সাথে মানসিক নির্যাতন ও হেনস্তার লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বাবা মায়ের পরেই শিক্ষকের স্থান। আর সেই শিক্ষকের কাছ থেকেই যদি অসদাচারণ ব্যবহার পাওয়া যায় তাহলে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের কি অনুভূতি থাকবে৷ এছাড়া ওই শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে রোল নাম্বার, রেজিষ্ট্রেশন নাম্বার চেয়ে রেখে ব্যবহারিক ও ইনকোর্স পরীক্ষায় অকৃতকার্য করে দেবেন বলে হুমকি প্রদান করেন।
অভিযোগ প্রসঙ্গে কুষ্টিয়া সরকারি কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলামের বক্তব্য নিতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায় জানান, ভুক্তভোগী শিক্ষার্থীদের লিখিত অভিযোগ হাতে পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।