স্টাফ রিপোর্টার
জাতীয় পার্টির লাঙ্গল মার্কা প্রতিকের প্রার্থী নিজের ফেসবুক পেজে সকল মানুষের কাছে আর্থিক সাহয্যের আবেদন জানিয়ে স্ট্যাটস দিয়েছিলেন। কিছু সময় পর স্ট্যাটাস টি সরিয়ে ফেলেন। সময়ের ব্যবধানে নতুন আর একটি পোষ্ট দেন। পরে সেটিও নিজের ফেসবুক ওয়াল থেকে সরিয়ে ফেলেছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনের জাতীয় পাটির লাঙ্গল মার্কা প্রতীকে ৭৮ কুষ্টিয়া -৪ (খোকসা-কুমারখালী) আসনের মনোনয়ন পেয়েছেন খোকসা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন। প্রথম দিনই কয়েকটি মাইক দিয়ে প্রচার শুরু করেন। কয়েক দিন যেতে না যেতেই প্রচারণা বন্ধ করে দেন। এক পর্যায়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে সব ফেলে ফেসবুক কেন্দ্রিক প্রচারণা চালাতে থাকেন।
মঙ্গলবার দিনগত রাত ৭টা ৫০ মিনিটে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান পপি মেডিকেল নামের একটি ফেসবুক আইডিতে ৫/১০ টাকা আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসে নিজেকে সনামধন্য শিক্ষক হিসেবে দাবি করেন।
ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন, ‘আমার যা টাকা পয়সা ছিল সব শেষ, এখন ধার দেনা করে চলছি। আমার দল আমাকে একটি টাকাও দেয়নি। ব্যালট যুদ্ধে আমি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হব ইনশাআল্লাহ। যদি সুষ্ঠ নির্বাচন হয়। সাত তারিখ পর্যন্ত নির্বাচনের মাঠ ধরে থাকা আমার জন্য অসাধ্য হয়েছে। সারা জীবন মানুষের সেবা করেছি। আমি ভিক্ষুক নই, আমার স্থায়ী সম্পদ আছে, যা বিক্রি করাও সময় সাপেক্ষ ব্যাপার। এই মুহূর্তে নগদ টাকা খুবই প্রয়োজন। নিপিড়ীত, নির্যাতিত লাঞ্চিত, নিস্পেষিত মানুষের পাশে দাড়াতে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। হয়ত আমার সিদ্ধান্ত ভুলও হতে পারে। আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে চাই। আমার ছাত্র-ছাত্রী, শিক্ষক, বন্ধু, ফেসবুক বন্ধু,সহ সকল মানুষের কাছে সহায়তা দানের জন্য আবেদন যানাচ্ছি। যাতে আমি শেষ পর্যন্ত যুদ্ধ টিকে থাকতে পারি। আমার অবসরের টাকা আসলে সব পরিশোধ করে দিব। ৫টাকা ১০ টাকা যে যা পারেন দেন। দেখি কতজনের দেওয়ার মন আছে।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আয়েন উদ্দিন রাত ৯টা ১১ মিনিটে আমাদের এ প্রতিবেদকের ফোন রিসিভ করেন। তিনি জানান, কেন্দ্রীয় নেতাদের সাথে রাগা-রাগি’র এক পর্যায়ে মনের দুঃখে এই স্ট্যাটাস দিয়েছিলেন। এ স্ট্যাটাসে তিনি বোঝাতে চেয়েছিলেন ভিক্ষা করে হলেও নির্বাচন চালিয়ে যাবেন। পরে তা সরিয়ে নিয়েছেন। তবে এ নিয়ে সংবাদ না করার অনুরোধ করেন এই প্রার্থী।