কৃমি নাশক ট্যাবলেট খেয়ে স্কুল ছাত্রী হাসপাতালে

0
77
খোকসায় কৃমি নাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পরা স্কুল ছাত্রী কানিজ ফাতেমা।

স্টাফ রিপোর্টার

স্কুল থেকে কৃমি নাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরা দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয় ইউনিয়নের শিমুলিয়া মোল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী কানিজ ফাতিমা (৬) ট্যাবলেট খেয়ে বমি করতে থাকে। এক পর্যায়ে সহপাঠিরা শিশুটিকে বাড়িতে পৌছেদেয়। পরে পরিবারের লোকেরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেরে জরুরী বিভাগে নিয়ে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডের ৫ নম্বর বিছানায় ভর্তি রাখা হয়।

অসুস্থ্য হয়ে পরা শিশু কানিজ ফাতেমা মোল্লা পাড়া গ্রামের কবির মোল্লার মেয়ে। একমাস আগে শিশুটিকে পারিবারিক ভাবে কৃমি নাশক ট্যাবলেট খানো হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করো হয়।

শিশুটির মা সীমা খাতুন অসুস্থ মেয়ের বিছানার পাশে বসে জানান, একমাস আগে শিশুটিকে বাড়ি থেকে কৃমিনাশক ট্যাবলেট খায়ানো হয়। কিন্তু এ কথাটি স্কুল কর্তৃপক্ষ কে জানানো হয়নি। স্কুলে কৃমি নাশক ট্যাবলেট খানোর দায়িত্বে ছিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তোয়া। সে তৃতীয় শ্রেণিকে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক একার উদ্দিনের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান জানান, শিশুটি ভালো আছে। আজ ২৯ মে ট্যাবলেট খায়ানোর শেষ দিন ছিল। গরমের কারনে এ বছর ট্যাবলেট খানোর উদ্বোধন করা হয়নি।