শীতের সবজী এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। প্রতিদিন দাম কমছে। আড়তে এককেজ সবজী ৫ টাকা বিক্রি হলে কৃষব পেয়ে থাকেন ৩ টাকা। জমি পরিস্কার করতে এভাবেই ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক। প্রতিজোড়া ফুলকপি ১৫ টাকা দরে বিক্রি করছেন। এই কপি আড়তে তুললে কৃষক পান জোড়া ৬ টাকা। কুষ্টিয়ার খোকসা বাজার থেকে রবিবার সকাল ১১ টার দিকে ফুলকপি ফেরি ওয়ালা কৃষককের ছবিটি তোলা।
আরও পড়ুন – কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার


