কৃষকের গলার কাঁটা সবজী

0
53
গলার কাঁটা ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক।

শীতের সবজী এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। প্রতিদিন দাম কমছে। আড়তে এককেজ সবজী ৫ টাকা বিক্রি হলে কৃষব পেয়ে থাকেন ৩ টাকা। জমি পরিস্কার করতে এভাবেই ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক। প্রতিজোড়া ফুলকপি ১৫ টাকা দরে বিক্রি করছেন। এই কপি আড়তে তুললে কৃষক পান জোড়া ৬ টাকা। কুষ্টিয়ার খোকসা বাজার থেকে রবিবার সকাল ১১ টার দিকে ফুলকপি ফেরি ওয়ালা কৃষককের ছবিটি তোলা।

আরও পড়ুন – কুমারখালীতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

গলার কাঁটা ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক।
গলার কাঁটা ফুলকপি ট্রাকে ফেরি করে বিক্রি করছেন কৃষক।
আড়তের পাশে অবিক্রিত ফুলকপি ফেলে গেছেন কৃষক। সকালে এই কপি ৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। রবিবার সন্ধ্যা ৬ টায় ছবিটি তোলা।