কেশবপুরে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

0
155
JASOR-droho-11-11-2020-p-9

যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুরে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে উপজেলার সাতাইশকাটি গ্রাম থেকে ব্যবসায়ী আবু সাঈদ (৪২) এর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ঝর্না বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। নিহত ব্যবসায়ী মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের মৃত ইজহার আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আবু সাঈদ পাখি ভ্যানের পুরাতন ব্যাটারি কেনাবেচা করতেন। মঙ্গলবার সকালে তিনি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে সাতাইশকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের ধারণা ব্যবসায়ীক বিরোধের সূত্র ধরে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে ফেলে গেছে।

কেশবপুর থানার ওসি (তদন্ত) শেখ ওয়াহিদুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।