ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে সিরাজুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে রেল পুলিশ উপজেলার বলুহর নামক স্থান থেকে বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করে। শনিবার দিন গত রাত ১২ টার দিকে বৃদ্ধের মৃত্যু হয়। নিহত সিরাজুল ইসলাম পার্শবর্তী রাজাপুর গ্রামের মৃত নবাই মন্ডলের ছেলে।
কোটচাঁদপুর ষ্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, রাত ১২ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সিরাজ উদ্দিন মারা যায়।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা জিআরপি পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর নিয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধ সিরাজুল ইসলাম আত্মহত্যা করেছে।