ক্যাপিটল ভবনে হামলা – ভারতীয় পতাকা ছিল বিক্ষোভকারীদের হাতে

0
132
মার্কিন ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলার সময় এক বিক্ষোভকারীর হাতে ভারতীয় পতাকা উড়াতে দেখা গেছে। ছবি : সংগৃহীত

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন ক্যাপিটল ভবনে হামলার সময় বিক্ষোভকারীদের ভারতীয় পতাকা উড়াতে দেখা গেছে। এঘটনায় ভারতীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট টুইটারে সাংবাদিক আলেহান্দ্রো আলভারেসের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ক্যাপিটল ভবনে বিক্ষোভের সময় এক ব্যক্তি ভারতীয় পতাকা উড়াচ্ছে। তবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়া যায় নি।

টুইটার ব্যবহারকারী এক ভারতীয় বলেছেন, এমন জায়গায় ভারতীয় পতাকা দেখতে চাই না।

লোকসভার সদস্য বরুণ গান্ধী লিখেছেন, সেখানে ভারতীয় পতাকা কেন? এমন বিক্ষোভে অবশ্যই আমাদের অংশ নেওয়ার প্রয়োজন নেই।

দেশটির রাজ্যসভার সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী লিখেছেন, যেই হউক, ভারতীয় পতাকা উড়াচ্ছে তার লজ্জিত হওয়া উচিৎ।

গত বুধবার মার্কিন ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলা চালিয়েছে ট্রাম্প সমর্থকেরা। এ খবর লিখা পর্যন্ত ৫ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন আরো অনেকে। সূত্র বিবিসি, এনডিটিভি